নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২১ পাকিস্তান সুপার লিগের আসরকে সামনে রেখে প্লেয়ার ড্রাফটের প্লাটনাম ক্যাটাগরি আজ প্রকাশ করেছে পিএসএল কতৃপক্ষ। যেখানে নামি দামি অনেক ক্রিকেটারের সাথে এই ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান।
বিদেশী কোটার এই প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মোট ২৫ জন ক্রিকেটার। সেখানে মুস্তাফিজও একজন। এই ক্যাটাগরি থেকে ফ্র্যাঞ্চাইজি গুলো তাদের পছন্দমতো ক্রিকেটারদের দলে ভেড়াবেন।
মুস্তাফিজ এর আগেও পিএসএলে খেলছিলেন। তিনি ২০১৭-২০১৮ সালের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। ওই আসরে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তবে উইকেটের পরিসংখ্যান বাদ দিয়ে তাঁর মিতব্যয়ী বোলিংয়ে বেশ নজর কেড়েছিলেন সেবার। মাত্র ৬.৪৩ ইকোনোমিতে উইকেট নিয়েছিলেন তিনি।
প্লাটিনাম ক্যাটাগরি: লেন্ডল সিমন্স, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস গেইল, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলী, ডেভিড মালান, টম ব্যান্টন, কলিন ইনগ্রাম, ইমরান তাহির, রাইলি রুশো, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ক্রিস লিন, থিসারা পেরেরা, ইসুরু উদানা, রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, মুস্তাফিজুর রহমান, এবং সন্দীপ লামিচানে।
নিউজক্রিকেট/আরআর