নিউজ ডেস্ক »
২০১৫ সালে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লীগ পাকিস্তান সুপার লীগ(পিএসএল) ধীরে ধীরে বেশ জনপ্রিয়তা পাচ্ছে বিশ্বজুড়ে। বিশ্বের অনেক নামীদামী ক্রিকেটার এই লীগে বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাচ্ছেন। সম্প্রতি পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম জানান, বিদেশি খেলোয়াড়দের মতে পিএসএলে বোলিংয়ের মান বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লীগ ভারতের আইপিএলের চেয়ে ভাল।
ওয়াসিম আকরাম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) এবং পিএসএল দুটোতেই কাজ করছেন। এর সুবাদে দুটো লীগেরই মান সম্পর্কে বেশ যাচাই-বাছাইয়ের সুযোগ মিলেছে তাঁর। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে সাবেক সতীর্থ বাসিত আলির সাথে দুটো লীগের পার্থক্য নিয়ে আলাপকালে এই কথা জানান ওয়াসিম।
ওয়াসিম আকরাম বলেন, ‘ পাঁচ বছর ধরে আমি পিএসএলের সাথে যুক্ত আছি। আমি অনেক বিদেশি খেলোয়াড়ের কাছে জানতে চেয়েছি লীগ দুটোর পার্থক্য সম্পর্কে এবং তারা সবসময় বলেছে, পিএসএলের বোলিংয়ের মান অসাধারণ।
‘আইপিএলে প্রতিটি টিমেই আপনি একজন বোলার খুজে পাবেন যার উপর আপনি( একজন ব্যাটসম্যান হিসেবে) চড়াও হতে পারবেন। তবে পিএসএলে বোলিংয়ের মান বিদেশি খেলোয়াড়দের মতে আইপিএলের চেয়ে অনেক ভাল।’- সাথে যোগ করে বলেন ওয়াসিম।
নিউজক্রিকেট/এমএস