পিএসএলের বাকি ম্যাচ বছরের শেষভাগে আয়োজন করতে চায় পিসিবি

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের প্রকোপে গত মার্চের মাঝে পাকিস্তান সুপার লিগ পিএসএল অসম্পূর্ণ রেখে স্থগিত ঘোষণা করা হয়। এইবার পাকিস্তান ক্রিকেট বোর্ড শেষ করতে না পারা ম্যাচ গুলো এই বছরের শেষভাগে আয়োজন করতে চায়।

গত ২৬ তারিখের বোর্ড সভায় এমন সিদ্ধান এসেছে বলে জানায় তারা। তবে দিনক্ষণ পরবর্তী বোর্ড সভায় ঠিক করা হবে। এই বিষয়ে তারা এক বিবৃতিতে বলে, ‘বোর্ডের কর্তারা পিএসএলের অবশিষ্ট ম্যাচগুলো এই বছরের শেষদিকে আয়োজন করা নিয়ে আলোচনা করেছে।’

এই ছাড়া আগামী বছরের পিএসএলের আগামী আসর ফেব্রুয়ারিতে হবে বলে জানিয়ে আরো বলেন, ‘২০২১ সালের পিএসএল ফেব্রুয়ারি-মার্চে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছরে নতুন ভেন্যু হবে পেশোয়ার।’

উল্লেখ্য, এই বছরের পিএসএলের মাত্র ৩টি ম্যাচ বাকি ছিলো। সেমিফাইনাল ও ফাইনাল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তাদের সিদ্ধান্ত নিতে হয় স্থগিত করে দেয়ার। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলবে মুলতান সুলতান্স এবং পেশওয়ার জালমি। আরেক সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা করাচী কিংস এবং লাহোর কালান্দার্সের।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »