https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
আইপিএলের ৫২তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জবের দেয়া ১৮৪ রানের লক্ষ্য ২ ওভার বাকি থাকতেই জয় পায় শাহরুখ খানের কলকাতা।
শুরুতে ব্যাট করতে নেমে ২২ রানের ক্রিস গেইল এবং লোকেশ রাহুলকে হারায় পাঞ্জাব। তিনে নামা মায়াংক আগারওয়াল এবং নিকোলাস পুরান মিলে গড়েন জুটি। আগারওয়ালের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩৬ রান। অন্যদিকে নিকোলাস পুরান ২৭ বলের মোকাবেলায় করেন ৪৮ রান। শেষ দিকে স্যাম কারানের ২৪ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে তোলে ১৮৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার শুবম্যান গিল কিছুটা দেখেশুনে খেললেও ক্রিস লিন খেলতে থাকেন হাত খুলে। লিনের কাছ থেকে আসে ২২ বলে ৪৬ রানের নির্ভরযোগ্য ইনিংস। অপরপ্রান্তে থাকা গিল করেন ৬৫ রান। শেষ দিকে রাসেলের ১৪ বলে ২৪ এবং দীনেশ কার্তিকের ৯ বলে ২১ রানে ২ ওভার বাকি থাকতে তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়। এই জয়ে প্লে অফের স্বপ্ন বেঁচে রইল কলকাতার।