পাকিস্তান বধে মিরাজের খুশি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রত্যেক ক্রিকেটারের পছন্দের কিছু প্রতিপক্ষ থাকে, যাদের বিপক্ষে জয়ে বাড়তি আনন্দ অনুভব করে ক্রিকেটাররা।মেহেদি হাসান মিরাজের সেই পছন্দের প্রতিপক্ষ পাকিস্তান।পাকিস্তানের বিপক্ষে জয় সবচাইতে বেশি আনন্দ দেয় মেহেদি হাসান মিরাজকে।সম্প্রতি অনলাইন গনমাধ্যম বিডিক্রিকটাইমের বিপক্ষে লাইভ আলাপকালে এই তথ্য দেন মিরাজ নিজেই।

জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে বেশ কয়েকটা ম্যাচ জিতে ইতিমধ্যে সেই জয়ের স্বাদও পেয়েছে মিরাজ।

লাইভ আড্ডায় মিরাজের কাছে জানতে চাওয়া হয় কোন দলের বিপক্ষে জিততে মিরাজের সবচেয়ে বেশি ভাল লাগে?

জবাবে মিরাজ বলেন: পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে আমার সবসময় ভাল লাগে।যদিও এর কোন নির্দিষ্ট কারন নেই।ছোটবেলা থেকেই ওদের খেলা দেখতাম।পাকিস্তানের বিপক্ষে জিততে কেন জানি খুব ভাল লাগতো।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / ৪:৫১ / এম.আই.আই

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »