পাকিস্তান দলের শৃঙ্খলার একমাত্র কারণ ইসলাম : হেইডেন

নিউজ ডেস্ক »

পাকিস্তান ক্রিকেট মানেই ছিলো বিতর্ক। টিমমেটদের মধ্যে মারামারি, স্পষ্ট ফিক্সিং কি ছিলো না। শোয়েব আকতার ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন সতীর্থ মোহাম্মদ আসিফকে। সেই আসিফ আবার ইংল্যান্ডে গিয়ে করলেন স্পষ্ট ফিক্সিং, তার সাথে জড়িত ছিলেন আরো দুই তারকা সালমান ভাট ও মোহাম্মদ আমির। বাংলাদেশ ক্রিকেটের সাথেও পাকিস্তানের বিতর্কে ছিলো অনেক। অলক কাপালির বল মাঠ থেকে তুলে আউটের আবেদন জানিয়েছিলেন পাকিস্তানি গ্রেট রশিদ লতিফ। কিন্তু এসবই এখন অতীত।

এত সুশৃঙ্খল পাকিস্তান ক্রিকেট দল এর আগে দেখেনি বিশ্ব। কিন্তু হুট করে কি এমন হলো? কিভাবে আসলো এমন পরিবর্তন? এমন প্রশ্নের উত্তরটা জানা আছে অস্ট্রেলিয়ান গ্রেট ম্যাথু হেইডেনের। পাকিস্তানের সাবেক এই কোচ মনে করেন ইসলামের কারণেই বর্তমান পাকিস্তান দলটা এতটা সুশৃঙ্খল মাঠ এবং মাঠের বাইরে।

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কোচ থাকাকালীন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে উপহার পেয়েছিলেন কোরআন। সেই কোরআনের প্রতি হেইডেনের এতটাই মুগ্ধতা জেগেছিল যে, ভিন্নধর্মী হয়েও হেইডেন নিয়মিত কোরআন পড়তেন। পাকিস্তান দলের সঙ্গে এখন আর নেই তিনি। তবে পাকিস্তান দলে যে ইসলাম চর্চার নজির দেখে এসেছেন এই অস্ট্রেলিয়ান গ্রেট তার রেশ এখনও কাটেনি।

পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ার্মআপ ম্যাচে কমেন্ট্রি করছিলেন ম্যাথু হেইডেন। এ ব্যাপারে হেইডেন বলেন, “তারা ইসলামের প্রতি গভীর মনোযোগী। যা এই দলটার কাছে মূল বিষয়। পাকিস্তান দল অনেক শৃঙ্খলাপরায়ণ, আমি সর্বোপরি যা প্রশংসা করি। ক্রিকেটও একটা শৃঙ্খলার অংশ। আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে, নিবিড়ভাবে কাজ করতে হবে। আর এসব বিষয় ইসলামের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »