https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলো পাকিস্তান। আগামী ১৫ এবং ১৬ এপ্রিলে ফিটনেস পরীক্ষার পরই চূড়ান্ত দল ঘোষণা করা হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
এদিকে দলে জায়গা পাননি বিতর্কিত ব্যাটসম্যান উমর আকমল এবং অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ১৮ এপ্রিল আর ২৩ এপ্রিল ইংল্যান্ডের বিমান ধরবে পাকিস্তান দল। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নিবে দুই দল।
দল ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক ইনজামাম উল হক বলেন, ‘আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য আমরা একটি ভালো দল নির্বাচন করব এবং শিরোপা জয়ে ফেবারিটদের মধ্যে থাকবে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা গুরুত্বপূর্ণ ৭ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলাম। সিরিজের শেষ দুই ম্যাচে প্রায় দশ জনকে বিশ্রাম দিয়েছি। তবে তারপরও দল শেষ দুই ম্যাচে ভাল লড়াই করেছে এবং এটা আমার জন্য খুবই ভালো লক্ষণ।’
এক নজরে পাকিস্তানের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডঃ সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল হক, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলি, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, শান মাসুদ, উসমান শেনওয়ারি ও ইয়াসির শাহ।