নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। আফগানে তালেবান সরকারের নারীদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা থাকার কারণে তাদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই এই সময়ে নিজেদের কাজে লাগাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান।
৫ ফেব্রুয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতে মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও আফগানিস্তান। সিরিজের সবগুলো ম্যাচই শারজায় অনুষ্ঠিত হবে।
পিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হওয়ায় আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।’
এর আগে জানুয়ারি মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। সেই ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্গত ছিল। তবে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায় ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট পেয়েছে আফগান।
এস.আর/নিউজক্রিকেট২৪