নিউজ ডেস্ক »
জো রুটের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যর দল ঘোষণা করেছে ইংল্যান্ড & ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন বেন স্টোকস।
করোনার ভাইরাসের প্রকোপে ১১৭ দিন বন্ধ থাকার পর ইংল্যান্ড-উইন্ডিজের তিন ম্যাচ সিরিজের মধ্যে দিয়ে মাঠে ফিরে ক্রিকেট। প্রথম টেস্টে হারলেও ব্রড-স্টোকসদের দাপটে শেষ দুই টেস্ট জয়ে ২-১ এ সিরিজ জিতে নেয় ইংলিশরা। দুর্দান্ত পারফর্ম্যান্স করায় পাকিস্তানের বিপক্ষেও একই দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
৫ই আগস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের ১ম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। তার আগে অবশ্য ৩১ জুলাই ও ১লা আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা। ১৩ই আগস্ট সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় ও ২১শে আগস্ট সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল।
তিন টেস্ট শেষে পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তিনটি টি-২০ ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ড। ২৮শে আগস্ট প্রথম, ৩০শে আগস্ট দ্বিতীয় ও ১লা সেপ্টেম্বর সিরিজের শেষ টি-২০ তে মুখোমুখি হবে দু’দল।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট একাদশঃ-
জো রুট (অধিনায়ক), জেমস এন্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রুঢ়ি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।
নিউজক্রিকেট/এইচএএম