নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান অনুর্ধ্ব-১৬ দলকে ২ ম্যাচ টেস্ট সিরজে ১-০ ব্যাবধানে পরাজিত করে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল।
উল্লেখ্য এই সিরিজটি ৩ দিনের সিরিজ হিসেবে মাঠে গড়িয়েছিল।
সিরিজের প্রথম ম্যাচ পাকিস্তানকে হারিয়েছিল ক্ষুদে টাইগাররা।আর আজ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ড্র হয়।যার ফলে ১-০ ব্যাবধানে সিরিজটি নিজেদের করে নিতে সক্ষম হয় বাংলাদেশ।
টসে জিতে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ২৯২ রানের সংগ্রহ দাঁড় করায়।
জবাবে প্রথম ইনিংসে ২১০ রান তুলতেই অলআউট হয়ে যায় সফরকারীরা।প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়ে আবারো ব্যাট করতে নামে টাইগাররা।দ্বিতীয় ইনিংসে ১৮৩ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, যার ফলে সফরকারীদের জন্য লক্ষ্য গিয়ে দাঁড়ায় ২৬৬। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটসম্যানরা ১০৩ রানে ৩ উইকেট হারিয়ে দিনশেষ হলে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: (১ম ইনিংস) ২৯২/১০
রিহাদ ১৪৬*, রবিন ৫৩।
মুঘল ৪/৩৮, আসফান্দ ৩/৫০।
(২য় ইনিংস) ১৮৩/৮ (ডিক্লেয়ার)
মোল্লা ৮৭, সাকিব ৩২।
মুঘল ৩/২৯, উমর ৩/৩৪।
পাকিস্তান: (১ম ইনিংস) ২১০/১০
উমর ৫৭, মুঘল ২২।
মুশফিক ৩/২৮, রাব্বি ৩/৪২।
(২য় ইনিংস) ১০৩/২
সামীর ৩৫, ওয়াকাস ২৮।
রাব্বি ২/২৫।