পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার রান পাহাড়

নিউজ ডেস্ক »

বিশ্বকাপের ১৮তম ম্যাচে আজ এমুখো হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। বেঙ্গালুরুর এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

টস হেরে ব্যাট করতে নেমে দুই অজি ওপেনার শুরুটা করেন স্বপ্নের মত। একের পর এক বাউন্ডারিতে গ্যালারীতে থাকা গোটা কয়েক অজি সমর্থকদের মাতাতে থাকেন ডেভিড ওয়ার্নার ও মিচে মার্শ। দুজনের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই এটা ওয়ানডে নাকি টি-টোয়েন্টি চলছে!

ওপেনিং পার্টনারশিপে আসে ২৫৯ রান যা বিশ্বকাপে সর্বোচ্চ ওপেনিং জুটিতে রেকর্ড। সেঞ্চুরি করা মিচেল মার্শ ১২১ রান করে আউট হলেও অন্যপ্রান্তে ছক্কা বৃষ্টিতে মত্ত ছিলেন ওয়ার্নার। ১৬৩ রান করে ওয়ার্নার আউট হলে শেষের দিকে গিয়ে অস্ট্রেলিয়ার রানের লাগাম টানতে পারেন পাকিস্তানি বোলাররা। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৪০০ রানের স্বপ্নটা আর পূরণ হয়নি অস্ট্রেলিয়ার।

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন পেসার শাহীন আফ্রিদি। সবচেয়ে খরুচে বোলিং করা হারিস রউফের শিকার ৩ উইকেট।

৩৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামছে পাকিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »