নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি শুবমান গিল। সেরে উঠে দলের সঙ্গে যোগ দিলেও ভারতীও ওপেনারের মাঠে ফেরা এখনও নিশ্চিত নয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আগামী শনিবারের ম্যাচে গিলকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ডেঙ্গু চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গিলকে। পরে স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের এক কর্মকর্তা বুধবার দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে গিলের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান।
গিলের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ওপেনিং করেন ইশান কিষান। শূন্য রানেই আউট হন তিনি। বুধবার আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জেতা ম্যাচে কিষান করেন ৪৭ বলে ৪৭।