পাকিস্তানের বিদায় ঘন্টা বাজালো ভারত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউ ইয়র্কে ভারতকে মাত্র ১১৯ রানে আটকে রেখেও জিততে পারেনি পাকিস্তান। দারুণ শুরুর পরও খামখেয়ালিপূর্ণ ব্যাটিংয়ের ফলে অলআউট না হয়েও ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস। ৬ রানের জয় তুলে নেয় ভারত।

বৃষ্টির কারনে ম্যাচ বিলম্বে শুরু হলেও ২০ ওভারই বহাল থাকে। পাকিস্তানী পেসারদের তোপে পড়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের হয়ে রিশভ প্যান্ট ৩১ বলে ৪২ রানের ইনিংস খেললেও রোহিত ১২, কোলি ৪, অক্সর ২০, সূর্যকুমার ৭, ডুবে ৩, জাদেজা শুণ্য ও পান্ডিয়া ৭ রান করে ফিরলে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১১৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। মোহাম্মদ সিরাজ ৭ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।

 

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন নাসিম শাহ ও হারিস রউফ। মোহাম্মদ আমির ২ উইকেট শিকার করেন। শাহিন আফ্রিদি ১ উইকেট শিকার করেন।

 

১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার বাবর আজম ১০ বলে ১৩ রান করে ফেরার পর ওসমান ১৫ বলে ১৩ ও ফখর ৮ বলে ১৩ রান করে ফিরলেও ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে জয়ের পথে থাকা পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ও ডট বল খেলে কঠিন করে ফেলে ম্যাচ। শেষ ওভারে জয়ের জন্য ১৮ রানের প্রয়োজনে নাসিম শাহ ৪ বলে ১০ রান সংগ্রহ করলেও ১১৩ রানে থামে পাকিস্তানের ইনিংস। ইমাদ ২৩ বলে ১৫, সাদাব ৭ বলে ৪ ও ইফতেখার ৯ বলে ৫ রানের ব্যর্থ ইনিংস খেলে দলকে ডুবান। বুমরাহ ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। পান্ডিয়া ২৪ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। আর্শদ্বীপ ও অক্সর ১টি করে উইকেট শিকার করেন।

 

মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন জাসপ্রিত বুমরাহ।

 

পাকিস্তানের বিদায় নিশ্চিত না হলেও আমেরিকা তাদের পরবর্তী ২ ম্যাচের মধ্যে ১টিতে বিশেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেই পাকিস্তান পরবর্তী ২ ম্যাচ জিতলেও সুপার এইটে যেতে পারবে না। আমেরিকা ২ ম্যাচ হারলেও পাকিস্তান পরবর্তী ২ ম্যাচ জিততে হবে আমেরিকার বিশাল রানরেটকে পেছনে ফেলে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »