নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিনদিনের ব্যবধানে দুই দেশে দুই ম্যাচ বাংলাদেশ। এবারের এশিয়া কাপটা বাংলাদেশের জন্য এমনই। যদিও সূচি আগে থেকেই এভাবে করা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ শেষ করে শুক্রবার (০১ সেপ্টেম্বর) পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছে টাইগাররা। চার্টার্ড ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে যাবেন সাকিবরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লাহোরে পৌছাবে বাংলাদেশ।
ক্যান্ডি থেকে বাসে করে কলম্বোর উদ্দেশে টিম হোটেল ছাড়ে টাইগাররা। এরপর সেখান থেকেই লাহোরের বিমান ধরে বাংলাদেশ। আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারের পর এশিয়া কাপে টিকে থাকার জন্য জয় ছাড়া দ্বিতীয় পথ খোলা নেই সাকিবদের সামনে। এখানেও যদি-কিন্তু আছে। আফগানদের শুধু হারালেই হবে না, হারাতে হবে বড় ব্যবধানে যাতে রানরেটটাও কামনো যায়।
আরএ/নিউজক্রিকেট২৪