নিউজ ডেস্ক »
করোনা মহামারী পরিস্থিতির উপর বিবেচনা করে পাকিস্তানের থেকে ইংল্যান্ডকেই নিরাপদ বললেন সাবেক ক্যারিবিয়ান তারকা মাইকেল হোল্ডিং। এই পরিস্থিতিতে পাকিস্তান দলকে দ্রুত ইংলিশ মুলুকে পাড়ি জমানোর পরামর্শও দিয়েছেন তিনি।
কোভিড-১৯ দক্ষিণ এশিয়ার গ্রাফটা বেশ উর্ধ্বমুখী। পাকিস্তানে তার মাত্রা আরও ভয়ংকর। পাকিস্তানে এখনো পর্যন্ত ১ লাখ, ৮৮ হাজার ৯২৬ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৫৫ জন। অপরদিকে এখনো পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৮৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু বরণ করেছেন ৪৩ হাজার ৮১ জন। সংখ্যার বিচারে ইংল্যান্ড করোনা আক্রান্ত দেশ হলেও সেদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং জীবনযাত্রা মান উন্নত বলেই সেদেশ নিরাপদ মনে করছেন হোল্ডিং।
এদিকে পাকিস্তানের কোভিড-১৯ পরিক্ষা নিয়েও আছে সংশয়। একদিনের ব্যাবধানে মোহাম্মদ হাফিজের করোনা ভাইরাস নেগেটিভ আসা নিয়েও বিতর্কের অন্ত নেই দেশটিতে। এমন পরিস্থিতিতে দ্রুত ইংল্যান্ডে গিয়ে নিরাপদ স্থানে কোয়ারেন্টাইন সম্পন্ন করাই ভালো বলে মনে করেন হোল্ডিং।
নিজের ইউটিউব চ্যানেলে এক শো’তে এসমস্ত কথা বলেন হোল্ডিং। হোল্ডিং বলেন, ‘আমার মনে হয় পাকিস্তানে করোনা নিয়ে যা হচ্ছে, তাতে ইংল্যান্ডই অনেকটাই নিরাপদ।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় পাকিস্তানের অবস্থা ইংল্যান্ডের চেয়েও বাজে। পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে এলে জৈব–সুরক্ষিত পরিবেশে ঢুকে যাবে, সেটা তাদের জন্য অনেকটাই নিরাপদ হবে।’
আগামী জুলাই মাসের ৮ তারিখ থেকে ইংল্যান্ডে ফিরবে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাথে ৩টি টেস্ট খেলার পরে আগষ্ট মাসে পাকিস্তানের সাথে ৩টি টেস্ট এবং ৩টি টি২০ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। আগামী ২৮’শে জুন পাকিস্তানের উদ্দেশ্য বিমানে উঠবেন পাকিস্তান দল। সেখানে কোয়ারেন্টাইন শেষ করে স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলনে নামবে পাকিস্তান দল।
নিউজক্রিকেট/কেএমএএইচ