পাকিস্তানের জন্য দোয়া চাইলেন শোয়েব আক্তার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পরাজয়ের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না টিম পাকিস্তান। বেশ কয়েকবছর ধরেই দেশের মাটিতে টেস্ট জয়ের সুবাস পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। একের পর এক হার দুর্বিষহ করে তুলেছে দলকে। সর্বশেষ বাংলাদেশের সঙ্গে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর নতুন উদ্যম নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল পাকিস্তান। তবে সেখানেও ভরাডুবি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫০০ রান অতিক্রম করলেও হার দেখতে হয় পাকিস্তানকে। টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসে পাকিস্তান প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০ রান করেও ইনিংস ব্যবধানে হেরেছে।

দলের এমন নাজেহাল অবস্থার পর সাম্প্রতিক সময়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের হতাশার কথা ব্যক্ত করেন পাকিস্তানের সাবেক কিংবদন্তী পেসার শোয়েব আখতার। দলের সমালোচনা করে তিনি বলেন, “এখন পাকিস্তান ক্রিকেটের জন্য শুধু দোয়ায় করা যেতে পারে।

শোয়েব বলেন: যা করেছেন তার ফল পাবেন। দশক জুড়েই আমি অধঃপতন দেখছি। পরিস্থিতি হতাশার। হারতেই পারে, কিন্তু খেলাটা অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ছিল। তবে গত দুই দিনে যা দেখেছি, তারা পুরোপুরিই আশা ছেড়ে দিয়েছে। এটাই দেখিয়ে দেয় আমাদের যথেষ্ট সামর্থ্য নেই। ইংল্যান্ড আমাদের সঙ্গে ৮০০–এর বেশি করে, বাংলাদেশও হারায়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »