নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান দলের ক্রিকেটার ও স্টাফদের টুইটার ব্যবহার ও কোন টুইট পোস্ট দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেছে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পাকিস্তানের কোনো ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফ টুইটারে কোনো টুইট করতে পারবেন না।
পাকিস্তানি ক্রিকেটারদের টুইট করা নিয়ে মুলত এই বিপত্তি বাধে উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের একটি টুইটকে কেন্দ্র করে।বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর একটি টুইট করেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান; ওই টুইটে গাজায় সংগ্রামরত ভাই-বোনদের উদ্দেশে নিজের শতরান উৎসর্গ করেন তিনি।
রিজওয়ানের এই টুইটের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যম গুলোতে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। অনেকেই রিজওয়ানকে নিষিদ্ধ করার জন্য হাইপ তোলে। যার কারণে এসব বিপত্তি থেকে ক্রিকেটারদের দূরে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।