নিউজ ডেস্ক »
এশিয়ান গেমসে পাকিস্তানকে ডিএল মেথডে ৬ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ ওভারের বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিলো ২০ রান। ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও রাকিব আল হাসান অসাধ্য সাধন করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছান। শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৪ রানের। রাকিবুল হাসান শেষ বলে ৪ মারলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
পাকিস্তান টস হেরে ব্যাট করতে নামলে ৫ ওভারে ১ উইকেটে বিনিময়ে ৪৮ রান করলে শুরু হয় বৃষ্টির। পরে বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫ ওভারে ৬৫ রানের। ৪ উইকেট হারিয়ে ৫ ওভারে ৬৫ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন ভাঙে বাংলাদেশের। তবে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে সাইফ হাসান, আফিফ হোসেনরা।