নিউজ ডেস্ক »
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ইংল্যান্ড সফরের অনুমোদন দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। চলতি মাসের শেষের দিকে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে দলটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি সম্প্রতি ইমরান খানের সাথে সাক্ষাৎ করেন এবং পাকিস্তান ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেন। ঐ সাক্ষাতে ইমরান খান পাকিস্তানের ইংল্যান্ড সফরের অনুমোদন দেন।
পিসিবির এক সুত্রে জানা যায়, ‘প্রধানমন্ত্রী মানিকে বলেন, পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে যাওয়া উচিৎ যেহেতু লোকজন ক্রিকেট দেখতে চায় এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সত্যেও অন্যান্য খেলাধুলাও পূণরায় চালু করা উচিৎ।’
সূত্রটি আরো জানিয়েছে, প্রধানমন্ত্রী অবশ্য পিসিবি প্রধানকে ইংল্যান্ড সফরে যাবেন এমন সমস্ত খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিরাপত্তা এবং স্বাস্থ্য নিশ্চিত করার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তৃক যথাযথ প্রোটোকল স্থাপন করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে বলেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ইংল্যান্ড সফরের জন্য ২৯ সদস্যের বিশাল স্কোয়াড ঘোষণা করেছে। ইংল্যান্ডে তারা যেয়ে প্রথমে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবে। আগস্ট-সেপ্টেম্বর মাসে সিরিজ দুটি খেলার কথা থাকলেও এখনো ম্যাচগুলো শুরুর নির্দিষ্ট দিনক্ষন ধার্য্য করা হয়নি।
নিউজক্রিকেট/এমএস