পাঁচ-ছয়ে থেকে বিশ্বকাপ শেষ করতে চান সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে সাকিবের দল।আজ নিজেদের পঞ্চম ম্যাচে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

টানা বড় এই চার হারে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। সেমিফাইনালে ওঠার আশা এক প্রকার শেষ হয়ে গেছে। ম্যাচ শেষে সাকিব তাই বলেছেন, সেমিতে না হোক পয়েন্ট টেবিলে অন্তত পাঁচ-ছয়ে শেষ করতে চান তারা।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে দশে নেমে গেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে সাকিব বলেছেন, ‘এই টুর্নামেন্টে এখনও অনেক দূর যাওয়ার আছে। যেকোন কিছু এখানে ঘটে যেতে পারে। আসর সম্পর্কে এখনও অনেক কিছু জানা-বোঝার ও খেলার বাকি আছে। সেমিফাইনাল না হলেও পাঁচ-সাতে থেকে আসর শেষ করতে পছন্দ করবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »