নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশর ক্রিকেট হাঁটি হাঁটি পা পা করে করে বর্তমানে দৌড়াতে শুরু করেছে এতে কোনো সন্দেহ নেই। আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন কিংবা মোহাম্মদ রফিকদের যুগের পরই নতুন যুগে প্রবেশ করে টাইগার ক্রিকেট। ধীরে ধীরে উন্নতির পথে আসতে থাকা এই পথে সঙ্গী হয়ে ছিল ‘পঞ্চপাণ্ডব’ খ্যাত পাচ ক্রিকেটার।
টাইগার ক্রিকেটে পাঁচ মহারথী হিসেবেই এক যুগেরও বেশি সময় পার করছেন মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহরা। বাংলাদেশ দলে বর্তমানে সিনিয়র ক্রিকেটার হিসেবেই দলের দেখভাল করা কিংবা জুনিয়রদের দিক নির্দেশনা দেয়ার কাজটা করে থাকেন এই পাঁচজনই।
দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দলে থাকা এই ‘পঞ্চপাণ্ডব’ একসাথে মাঠে নেমেছে ১০৩টি আন্তর্জাতিক ম্যাচে। টেস্ট, ওয়ানডে এবং টি-২০ মিলিয়ে এই ম্যাচগুলোর মধ্যে পঞ্চপাণ্ডব জয়ের হাসি হেসেছে অর্ধশতবার। গতকাল (১৩ মে) উইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৫ উইকেটের জয়ে এই মাইলফলক স্পর্শ করলো পঞ্চপাণ্ডব। তাই পঞ্চপাণ্ডবের পাঁচের দান পাশে একটা শূন্য যুক্তই হল।