পর্দার ধোনি খ্যাত সুশান্তের মৃত্যুতে ভারতীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

নিউজ ডেস্ক »

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে অসাধারণ অভিনয় করে পেয়েছিলেন পর্দার ধোনি খেতাব। অসাধারণ মেধাবী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে আজ (রবিবার) তার নিজ বাসভবন থেকে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন তিনি। তার মৃত্যুতে অভিনয় জগৎ ছাড়াও ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শচীন, কোহলিসহ বিশ্বের অনেকে ক্রীড়াবিদের শোকবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম।

সুশান্তের মৃত্যতে শোকস্তব্ধ ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি টুইটারে শোক প্রকাশ করে লেখেন, ‘সুশান্ত সিং রাজপুত সম্পর্কে শুনে আমি হতবাক। এটা মেনে নেওয়া খুব কঠিন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর তাঁর পরিবার এবং বন্ধুদের সমস্ত শক্তি দান করুন।’

ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার লিখেন, ‘প্রচন্ড মর্মাহত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সংবাদ শুনে। তরুণ এবং মেধাবী অভিনেতা ছিল। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও সুশান্ত।’

অস্ট্রেলিয়ার উদ্ভোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও টুইট বার্তায় শোক প্রকাশ করছেন। ওয়ার্নার লিখেছেন, ‘খুব খুব কস্ট পেয়েছি এই খবর শুনে। শান্তিতে ঘুমাও সুশান্ত সিং রাজপুত।’

তাছাড়া ভারতীয় বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ অন্যান্য ক্রীড়াবিদরাও শোক বার্তায় মনের কস্ট প্রকাশ করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »