নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পরিমনির প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান!
বাংলাদেশ- আফগানিস্তান ম্যাচ চলাকালীন হঠাৎ শেরে-বাংলায় আগমন আলোচিত অভিনেত্রী পরিমনীর! চলতি বাংলাদেশ- আফগানিস্তান ম্যাচ উপভোগের পাশাপাশি, নিজের নতুন সিনেমা “মুখোশ” এর জন্য মিডিয়া প্রচারণা পেতেই মিরপুরে এসেছেন এই অভিনেত্রী।
ম্যাচ চলাকালীন প্রেসবক্স পরিদর্শনে এসে গনমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে পরিমনি জানানঃ বাংলাদেশ দলে তার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। সাকিবের খেলা তার প্রচন্ড ভাল লাগে।সুযোগ পেলে সাকিবের সাথে বিজ্জ্বাপন চিত্রেও অভিনয় করতে চান এই অভিনেত্রী।