পরাজয় দিয়ে শুরু বাংলাদেশের সুপার ফোর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপের সুপার ফোরে পরাজয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিবের দল। আগে ব্যাট করে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬৩ বল হাতে রেখে জয় তুলে পাকিস্তান।

১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানের ওপেনার ফখর জামান ২০ রান করে শরিফুলের বলে আউট হন। বাবর আজম ১৭ রান করে তাসকিনের বলে বোল্ড হলে দলীয় ৭৪ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় উইকেট জুটি ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ান দলের জয়ের কাজটা সহজ করে দেন। ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ফিফটির দেখা পান ইমাম। ৭৮ রান করে ইমাম দলীয় ১৫৯ রানে আউট হলে ভাঙ্গে ৮৪ রানের জুটি।

রিজওয়ান ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেন। আঘা সালমানকে সাথে নিয়ে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌছে মাঠ ছাড়েন রিজওয়ান। ৩৯.৩ ওভারে ১৯৪ রান করে জয় নিশ্চিত করে পাকিস্তান। রিজওয়ান ৬৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদি হাসান মিরাজ (০) আউট হন। তিনে নামা লিটন দাস শাহীন আফ্রিদি আর নাসিম শাহের বলে চোখ জুড়ানো সব কাভার ড্রাইভে ৪টি চার মেরে ভালো কিছুর ইঙ্গিত দেন। কিন্তু দলীয় ৩১ রানে লিটন ১৬ রান করে আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন।

নাঈম শেখ ২০ আর তাওহীদ হৃদয় হৃদয় ২ রান করে আউট হলে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। পঞ্চম উইকেট জুটিতে অভিজ্ঞ সাকিব আর মুশফিক দলকে চাপ মুক্ত করেন। ১০০ রানের জুটি গড়েন তারা। ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম ফিফটি করে সাকিব। দলীয় ১৪৭ রানে ব্যক্তিগত ৫৩ রান করে ফেরেন তিনি।

অন্যপ্রান্তে থাকা মুশফিক ওয়ানডে ক্যারিয়ারের ৪৬তম ফিফটি তুলে নেন। শামীম পাটোয়ারী ১৬ রান করে আউট হন। এরপর মুশফিকও ৬৪ রান করে দলীয় ১৯০ রানে আউট হন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৯৩ রানে অলআউট হয়। পকিস্তানের হারিস রউফ ৪টি, নাসিম শাহ ৩টি ও আফ্রিদি, ফাহিম ইফতিখার ১টি করে উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »