পরাজয়ের বৃত্ত ভাঙার লড়াইয়ে সিলেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুইদিন বিরতির পর শুক্রবার থেকে আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর দুইটায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। আর সন্ধ্যা ৭ টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবারের আসরের তলানির দুই দল দুর্দান্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্স। জয় দিয়ে আসর শুরু করলেও টানা তিন হারে দুই পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে মোসাদ্দেকের ঢাকা। শরিফুল, তাসকিনদের মতো তারকা বোলারদের পাশাপাশি নাইম শেখ, অধিনায়ক মোসাদ্দেকও এখন পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি।

এদিকে সাইম আইয়ুব, সাদিরা সামারাবিক্রমার মতো তরুণ বিদেশীরাও পারেননি আলো ছড়াতে। তবে সবকিছু পেছনে ফেলে এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে দুর্দান্ত কিছু করে দেখাতে চাইবে ঢাকা।

অন্যদিকে এবারের আসরের একমাত্র জয়হীন দল সিলেট। ৫ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনদের ব্যাটে এখনো দেখা যায়নি বড় ইনিংস। সামিত প্যাটেল, বেন কাটিং, রায়ান বার্লদের মতো অভিজ্ঞ বিদেশীরাও পারেননি জয় এনে দিতে। তাই এই ম্যাচে নিজেদের প্রথম জয়ের খোঁজেই মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭ টায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে দারুন ফর্মে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৫ ম্যাচে এক হারের বিপরীতে চার জয় তুলে নিয়েছে শুভাগত হোমের দল। দেশী খেলোয়াড়দের পাশাপাশি আভিস্কা ফার্নান্দো, নাজিবুল্লাহ জাদরান, বিলাল খানদের মতো বিদেশীরাও আছেন সেরা ছন্দে। তাই এই ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বন্দরনগরীর দলটি।

এদিকে টানা দুই জয়ের পর সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরেছে লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত ব্যর্থ লিটন দাস, ইমরুল কায়েসরা। তাদের ফর্মে ফেরার পাশাপাশি মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, ম্যাথু ফোর্ডদের মতো বিদেশীদের ভালো পারফরমেন্সে জয়ের ধারায় ফিরতে মাঠে নামবে কুমিল্লা।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »