নিউজ ডেস্ক »
আফগানিস্তান ক্রিকেটের সব থেকে বড় তারকা ক্রিকেটার রশিদ খানের মা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন রশিদ খান নিজেই।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং টুইটারে বিষয়টি জানিয়েছেন রশিদ খান। রশিদ লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে আমার মা আর আমাদের মাঝে নেই। আমি কখনো আর আমার মায়ের কাছ থেকে প্রার্থনা ও ভালোবাসা পাব না। আমি এবং আমার পরিবার আমার মাকে হারিয়ে খুব কঠিন সময় পার করছি।’
আফগান ক্যাপ্টেন আরো লেখেন, ‘দয়াকরে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে জান্নাত দান করে।’
নিউজক্রিকেট/এসএস