নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ আফগানদের হারিয়ে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ। তবে ওই জয়ের পর আর জয়ের দেখা পায়নি টাইগাররা। আজকের ম্যাচসহ টানা চার ম্যাচ হেরেছে সাকিববাহিনী।
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ দল। মুম্বাইতে এদিন টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩৮৩ রানের লক্ষ্য দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ৪৬.৪ ওভারে ২৩৩ রানে রানে থামে টাইগারদের ইনিংস। এতে ১৪৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আজকের এই হারে দশ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ। বড় ওই চার হারে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। সেমিফাইনালে ওঠার আশা এক প্রকার শেষ হয়ে গেছে।