পদত্যাগ করেননি ডোমিঙ্গো, লক্ষ্য চুক্তি পূরণ করা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রাসেল ডোমিঙ্গো; এমন একটি খবর ছড়িয়ে পড়েছিলো ক্রিকেট পাড়ায়। তবে সময় বাড়ার সাথে জানা গেলো আসল সত্যটাও। পদত্যাগ করেননি এই দক্ষিণ আফ্রিকান। তার লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ। বিষয়টা দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন ডোমিঙ্গো।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম্যান্স বিবেচনায় ডোমিঙ্গোকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। গত সোমবার মিরপুরে সংবাদ সম্মেলন করে তা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে প্রধান কোচ হিসেবে টেস্ট ও ওয়ানডেতে বহাল তবিয়তে থাকছেন তিনি। আপাতত ছুটি কাটাতে দেশে ফিরে গেছেন ডোমিঙ্গো।

এর মধ্যেই বৃহস্পতিবার(২৫ আগস্ট) কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ডমিঙ্গোর পদত্যাগের খবর। তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমও সরগরম। তবে ডোমিঙ্গো জানিয়েছেন, তিনি পদত্যাগের কথা বলেননি বা কোনো চিঠি পাঠাননি বিসিবির কাছে। আগামী ডিসেম্বর থেকে ফের টেস্ট ও ওয়ানডে দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।

বাংলাদেশের প্রধান কোচ বলেন, “আমি নিশ্চিত করতে চাচ্ছি যে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করিনি। আমার চুক্তি শেষ হবে আগামী ২০২৩ সালের নভেম্বরে এবং আমি ততদিন পর্যন্ত আমি বোর্ডের সঙ্গে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি ডিসেম্বর থেকে ফের পালন করা শুরু করব যেটা সংবাদ সম্মেলনে বলা হয়েছিলো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »