নিয়ম রক্ষার ম্যাচে চার পরিবর্তন টাইগারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১৭ মে (শুক্রবার) ফাইনালে এই উইন্ডিজের প্রতিপক্ষ বাংলাদেশ। আজ নিয়ম রক্ষার ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে টস হেরে ফিল্ডিং করছে মাশরাফি বাহিনী।

বুধবার ডাবলিনের ক্যাষ্টল অ্যাভিনিউয়ে ত্রিদেশীয় সিরিজের ৬ষ্ঠ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫ মিনিটে। একযোগে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি) ও মাছরাঙ্গা টেলিভিশন।

নিয়ম রক্ষার এই ম্যাচে বাংলাদেশ দলে আজ চারটি পরিবর্তন এসেছে। লিটন দাস, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন আজ খেলছেন। চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অপরদিকে আয়ারল্যান্ড দলে পরিবর্তন একটি। বাদ পড়েছেন টিম মারটাঘ, দলে এসেছেন আরেক পেসার ব্যারি ম্যাককার্থি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন, মোহাম্মদ সাইউউদ্দিন।

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি, কেভিন ও’ব্রায়েন, মার্ক আদিয়ার, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড রানকিন, ম্যাককার্থি, জশ লিটল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »