নিষিদ্ধ হলো লালা, ধরা পড়লে জরিমানা

নিউজ ডেস্ক »

বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিলো ক্রিকেট বলে লালা ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ক্রিকেটের শীর্ষ সংস্থা আইসিসি। অবশেষে তারা এটি নিষিদ্ধ করলো। মূলত করোনা ভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’কে। এর সাথে আরো কিছু নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। আজ (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করে আইসিসি।

ক্রিকেটে বোলাররা এখন বোলিংয়ের সময় বাড়তি সুবিধার জন্য মুখের লালা ব্যবহার করতে পারবেনা৷ ধরা পড়লে তাদের জরিমানা করা হবে। তাদের প্রথমে সতর্ক করা হবে। সতর্ক করার পরে যদি আবারো লালা ব্যাবহার করে তাহলে তাদের জরিমানা হিসেবে প্রতিপক্ষ দলকে ৫ রান দিয়ে দেয়া হবে।

আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে বলে, ‘বলের উজ্জ্বলতা বাড়াতে কেউ লালা ব্যবহার করতে পারবেনা। যদি প্রথমে লালা ব্যাবহার করা হয় তাহলে দায়িত্বরত আম্পায়ার কিছুটা শিথিল ভাবে লালা ব্যবহারকারীকে সতর্ক করবে। সতর্ক করার পর যদি আবারো লালা ব্যাবহার করে তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে।’

জরিমানার ব্যাপারে আইসিসি বলে, ‘প্রতিটা ইনিংসে ২ বার সতর্ক করা হবে। এরপর যদি কেউ লালা ব্যাবহার করে তাহলে তাদের ৫ রান জরিমানা করা হবে। রানগুলো প্রতিপক্ষ দলের সাথে যোগ করা হবে।’

তাছাড়া লালা ব্যাবহার করতে দেখলেই সাথে সাথে বলটি পরিষ্কার করা হবে বলে জানায় আইসিসি।

এই সিদ্ধান্ত ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। এখন থেকে হোম সিরিজ গুলোতে স্বাগতিক দেশ তাদের স্বাগতিক আম্পায়ার আন্তর্জাতিক ম্যাচে ব্যবহার করতে পারবে।

লালা ব্যবহার স্বাস্থ্যঝুঁকি থাকায় এটি নিষিদ্ধ করা হয়েছে। আজ আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটি (সিইসি) অনিল কুম্বলে নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির এই সুপারিশগুলো অনুমোদন দেওয়া হয়।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »