নিউজ ডেস্ক »
গতকাল সাকিব আল হাসান বিশ্বকাপে খেলা তার এসজি ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন। আজ তার বিড শুরু হবে। ব্যাটটির ভিত্তি মূল্য ধরা হয়েছে বাংলাদেশী ৫ লক্ষ টাকা।
আজ নিলামের ওই প্রতিষ্ঠান অকশনফোরঅকশন (Auction4Auction) তাদের ফেসবুক পেজে এই তথ্য জানায়। সাকিবের এই ব্যাটের কোড রাখা হয়েছে #SHA001।
আজ রাত ১১ টাই বিডিং শেষ হবে। বিড করা যাবে তাদের পেজের ইনবক্সে। সব চেয়ে বেশি অর্থ বিড কারি এই ব্যাটটি পাবেন। চব্বিশ ঘণ্টার ভেতরে সম্পূর্ণ অর্থ তাদের ফান্ডে বুঝিয়ে দিতে পারলেই কেবল বিজয়ীর নাম ঘোষণা হবে।
এর ভেতর যদি ব্যাটটি ভিত্তি মূল্যর উপরে না কিনে কেউ তাহলে সেটি অকশনফোরঅকশনের ওয়েবসাইটে ৩০ দিন সেটি শো-কেইসে থাকবে। আর সেখান থেকে মানুষ এটির উপর বিড করতে পারবে।
উল্লেখ্য বাংলাদেশের আরেক খেলোয়াড় মুশফিকুর রহিমও তার ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছে।
সময় ৩.৩০
নিউজ ক্রিকেট/ আরআর