নিউজ ডেস্ক »
গত ৯ই মে রাত দশটায় শুরু হয় দেশের প্রথম অনলাইন নিলাম “স্পোর্টস ফর লাইফ”। ৯ই মে শুরু হওয়া এই নিলাম চলে ১৪ই মে রাত দশটা পর্যন্ত। এর পরে আজ ১৫ই মে রাতে নিলামের বিজয়ীর নাম ঘোষণা করা হয় অনলাইন নিলাম প্ল্যাটফর্ম “স্পোর্টস ফর লাইফ” এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।
২০ হাজার ডলার বা প্রায় ১৭ লক্ষ টাকায় দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের ব্যাট কিনে নেয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। আর ১ লক্ষ ৭০ টাকায় বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালের ব্যাট ও জার্সি কিনে নেন আমেরিকান প্রবাসী বাঙালি মোঃ রিয়াজুল ইসলাম জুয়েল। এছাড়া অন্যান্য সামগ্রীগুলোর বিডারদের তথ্য যাচাই-বাছাই ও তথ্য জমা হওয়ার পর শীঘ্রই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
মূলত করোনাভাইরাস বা কোভিড-১৯ এর মহামারীর সময়টাতে বিপাকে পড়া মানুষদের পাশে দাঁড়াতেই নিজেদের ক্রিকেটীয় স্মারক নিলামে তুলার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী ও মোহাম্মদ নাঈম শেখ। আর তাদের এই উদ্যোগ বা সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে অক্লান্ত পরিশ্রম করেছে খেলাধুলা ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠান “নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট”, ই-কমার্স প্রতিষ্ঠান “পিকাবো” এবং বিশ্বের বৃহত্তম উন্নয়ন সংস্থা “ব্রাক।” দেশের প্রথম এই অনলাইন নিলামের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে নিউজক্রিকেট২৪.কম।
দেশের এই ক্রান্তিকালে নিজেদের অবিস্মরণীয় ক্রিকেটীয় স্মারকগুলো দিয়ে বিপাকে পড়া মানুষদের কল্যাণে এগিয়ে আসার জন্য জন্য ক্রিকেটারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে নিউজক্রিকেট২৪.কম। নিউজক্রিকেট২৪.কম ধন্যবাদ জানাচ্ছে নিলামে অংশগ্রহণকারীদের। এছাড়া এই নিলাম কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য “স্পোর্টস ফর লাইফ” এর সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানাচ্ছে নিউজক্রিকেট২৪.কম।
এমন মহতী এক উদ্যোগের একটি অংশ হতে পেরে নিউজক্রিকেট২৪.কম গর্বিত। দেশের কল্যাণে কাজ করতে নিউজক্রিকেট২৪.কম প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।