fbpx

নিরাপদে টানা সিরিজ খেলার জন্য পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে ছিল বাংলাদেশ। তাই এতদিন পরে ফিরেই পড়েছে টানা খেলার চাপ। তার সাথে আছে কোয়ারেন্টিন ও বায়োবাবল সমস্যা। তাই নতুন নিয়মের মধ্যে থেকেই সব নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বশেষ ঘরের মাঠে দুইটি টেস্ট ম্যাচে হারার পরে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের সাথে কথা বলেছিলেন তিনি। এবার নিউজিল্যান্ডগামী দলের সবার সাথে দেখা করলেন উৎসাহ, সাহস দেওয়া ও শুভকামনা জানানোর জন্য।

পাপন বলেন,’‘দল যেহেতু নিউজিল্যান্ডে যাচ্ছে ও ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের শেষ দুইটা ম্যাচ ভালো হয়নি তাই ওদের সাথে দেখা করা দরকার ছিল। আমি সিনিয়রদের সাথে বসেছিলাম কিন্তু পুরোদলের সাথে বসা হয়নি। তাদের সাথে বসে সাহস দেওয়া ও তাদেরকে শুভকামনা জানানোই ছিল আজকের দেখা সাক্ষাতের মূল বিষয়।’’

সিরিজ শেষ করে এই সফরের স্কোয়াড ঘোষণা ও দেশ ছাড়ার মধ্যে খুব বেশি সময় ছিল না। তাই ক্যাম্প করা সম্ভবও হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগেও সেটা সম্ভব হবে না স্পষ্ট করেছেন পাপন।

তিনি জানান,”আমরা নিউজিল্যান্ডে খেলতে যাচ্ছি একটা ভিন্ন কন্ডিশনে। সাধারণত এধরনের সফরের আগে আমরা এটার জন্য কিছুদিন অনুশীলন, ওইধরনের উইকেটে খেলার জন্য কাজ করে তারপর যেতাম। কিন্তু দুভার্গ্যবশত এবার তা করতে পারিনি। এটা ওদের জন্য একটা ভিন্ন অভিজ্ঞতা হবে। নিউজিল্যান্ডে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলে এসে আবার উপমহাদেশের কন্ডিশন, শ্রীলঙ্কায়, টেস্ট খেলতে যেতে হবে। এটার জন্যও আমরা প্রস্তুতি নিতে পারব না। খেলা এখন এত বেশি আছে এইজন্য বাড়তি কাজগুলো আমাদের জন্য হয়ে উঠছে না।’’

পরবর্তী সিরিজগুলো থেকে যেন খেলোয়াড়দের প্রস্তুতিতে ঘাটতি না হয় সেইজন্য পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড। এই বিষয়ে বোর্ড কর্মকর্তা ছাড়াও খেলোয়াড় ও কোচদের ভিন্ন ভিন্ন বৈঠক করেছেন পাপন।

বিসিবি সভাপতির ভাষ্যমতে,’‘স্থগিত সিরিজগুলো খেলতে গিয়ে পরিকল্পনা সাজানোটা কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায় সেটা নিয়ে আমরা বোর্ডে আলোচনা করেছি। তারা খুব শীঘ্রই পরিকল্পনা তৈরি করে দিবে। এই দুইটা সিরিজের পরেও আমাদের টানা খেলা আছে। তখন কী করা হবে না হবে এগুলো নিয়ে পরিকল্পনা করা হবে। এটাই ছিল আজকে এখানে আসার মূল একটা বিষয়। প্রথমে খেলোয়াড়, তারপর বোর্ড ও কোচদের সাথে বসে আলোচনা করেছি।’’

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »