নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১২২ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক ইংল্যান্ড। তবে ওলি পোপের অপরাজিত ৯১ রানের সুবাধে এখন বেশ স্বস্তিতেই আছে ইংলিশরা। দিনশেষে ওলি পোপের ৯১ আর উইকেটরক্ষক জস বাটলারের ৫৬ রানে ভালো অবস্থানেই ইংলিশরা।
মাঠের খেলায় দারুন পার্ফরমেন্স করলেও নিরাপত্তা বলয় নিয়ে বেশ অস্বস্তিতে আছেন এই খেলোয়াড়।
টেস্ট খেলার জন্য জৈব নিরাপত্তার যে বলয় তৈরি করা হয়েছে সেটায় এখনো অভ্যস্ত হতে পারছেন না পোপ। আগের দুই টেস্টেও রান পাননি, শেষ টেস্টে এখন পর্যন্ত ভালো সংগ্রহই করেছেন। আর মাত্র ৯ রান পেলেই করে ফেলবেন শতক।
তবে নিজের ব্যাটিংয়ের চেয়ে ‘বায়ো-সিকিউরিটি বাবল’ নিয়েই বেশি চিন্তিত মনে হলো তাঁকে। এই ব্যাপারে তিনি বলেন: ‘সত্যি বলতে, এমন পরিবেশে থাকাটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আমার কাছে। প্রথম দুই ম্যাচে কিছু করতে পারিনি এবং সে ধাক্কা সামলানোর জন্য বেরও হতে পারিনি। হোটেল থেকেই মাঠ দেখা যায়। কফি খেতে বের হওয়া যায় না, পরিবারের সঙ্গে দেখা করা যায় না। এটা সহজ না। সারাক্ষণ নিজের ব্যাটিং, নিজের ব্যর্থতা মাথায় ঘুরতে থাকে। স্বাভাবিকের তুলনায় তীব্রতাটা একটু বেশি এখন। তাই আজ রান পেয়ে ভালো রাগছে।’
গত টেস্টেই নিরাপত্তার কঠিন বলয় ভেঙ্গে নিজের প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় বাদ পড়েন জোফরা আর্চার। তারপর নিরাপত্তার ব্যাপারটি আরো জোরদার করা হয়। এতে অনেক ক্রিকেটারই হাঁপ ফেলতে পারছেন না। এটি কতটা প্রভাব ফেলতে পারে এই নিয়ে পোপ বলেন: সাউদাম্পটনে দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শেষ হওয়ার একটু আগেই আউট হয়েছিলাম। আর আউট হওয়ার ২০ মিনিটের মধ্যে রুমে ফিরে এসেছি। ফলে পুরো সময়টা এ ব্যর্থতা নিয়ে ভেবেছি। তবে দলের সবাই আমাকে সাহায্য করেছে। সবাই খুব কাছাকাছি এখানে। ফলে কেউ মানসিকভাবে ভেঙে পড়লেও অন্যরা সাহায্য করছে।’
নিউজক্রিকেট২৪/এইচএএম