নিজের ৮০টা সিম নিলামে তুলতে চান নাসির

নিউজ ডেস্ক »

বছর চারেক আগে ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠে ৮০টি সিম কার্ড ব্যবহার করেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। এছাড়া বলা হয় নাসির ব্যবহার করেন ১২টির মতো মোবাইল ফোনও। নাসিরের ব্যক্তিগত জীবনের এসব কর্মকান্ডই নাকি প্রভাব ফেলছে তাঁর মাঠের খেলায়।

বছর চারেক আগে ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠে ৮০টি সিম কার্ড ব্যবহার করেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। এছাড়া বলা হয় নাসির ব্যবহার করেন ১২টির মতো মোবাইল ফোনও। নাসিরের ব্যক্তিগত জীবনের এসব কর্মকান্ডই নাকি প্রভাব ফেলছে তাঁর মাঠের খেলায়।

এক সময় ছিলো যখন জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। কিন্তু সময়ের সাথে নিজের পারফরম্যান্স ধরে রাখতে না পেরে প্রায় হারিয়েছেই গিয়েছেন প্রতিভাবান এই ক্রিকেটার। তবে কেবল পারফরম্যান্স নয়, পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কয়েকটি বিষয়ও বাঁধা হয়ে দাঁড়ায় নাসিরের জন্য।

৪ বছর পর সিম কার্ড ইস্যুতে রটে যাওয়া গুজব নিয়ে মুখ খুলেছেন নাসির। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকফ্রেঞ্জি’র লাইভ সেশনে যুক্ত হয়ে নাসির জানিয়েছেন, এতোগুলো সিম ব্যবহার করা একজনের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। আর কোন সুস্থ মানুষই এগুলোকে সত্য মনে করবে না। তবে ঠাট্টার ছলে নিজের সবগুলো সিম কার্ড অবশ্য নিলামে তোলার কথাও জানিয়েছেন নাসির।

এ ব্যাপারে নাসির বলেন, ‘হ্যাঁ আমার ৮০টা সিমই নিলামে উঠবে। তবে যে সব নাম্বারগুলো ভালো সেগুলা একটু দামী আরকি (হাসি)। এগুলো মানুষজন বলে বেড়ায়, আসলে আমাদের সংস্কৃতিটাই এরকম। আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে চিন্তা করেন, যে একটা মানুষ ৮০টা সিম ব্যবহার করে। এটা একদমই অসম্ভব কথা। ওই যে বললাম কিছু গরিব ইউটিউবার আছে যারা আমার নাম বিক্রি করে অনেক টাকা কামাই করছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »