নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের কারণে এখন পুরো বিশ্ব স্থবির। কাজ বন্ধ অনেক মানুষের। ফলে কষ্টে আছেন অনেকেই৷ এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করতে এগিয়ে আসছেন অনেক ক্রিকেটার। এবার তাদের সাহায্য করতে করতে এগিয়ে আসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের লিটল মাস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল তার নিজের ক্রিকেটীয় কিছু স্বারক নিলামে তুলতে চান। তার দিয়ে যা টাকা উঠবে তা তিনি গরীব ও অসহায়দের মাঝে দান করবেন।
অবশ্য একটু সংশয়ে আছে আশরাফুল। কারণ বাংলাদেশে এই নিলামের কোনো সুপরিচিত মাধ্যম নেই৷ যদি কোনো মাধ্যম বা প্রতিষ্ঠান আগ্রহ দেখায় তাহলে তিনি বেশ কিছু তার স্বারক নিলামে তুলবেন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এক ভক্ত মোহাম্মদ আশরাফুলকে প্রশ্ন করেন যে বর্তমানে অনেক ক্রিকেটার তাদের সংগৃহীত স্মারক নিলামে তুলছেন তারও কি এরকম পরিকল্পনা আছে কিনা। তখন সেই ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, ” নিলামে তোলা অবশ্যই যায়। আপনারা নিতে চাইলে অবশ্যই তুলবো। আসলে আমার ইচ্ছে ছিলো অবসরের পর কোনো খারাপ পরিস্থিতিতে এসব নিলামে তুলে সাহায্য করবো। কিন্তু এখনি পারফেক্ট সময়। তবে আমাদের দেশে ওই প্রক্রিয়াটা ভালোভাবে শুরু হয়নি।”
মোহাম্মদ আশরাফুল আরো যোগ করেন, “মুশফিককে দেখলাম সে শুরু করেছে এই নিলামের বিষয়টি। এগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি আমার অভিষেক টেষ্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির ব্যাট এ ও বিভিন্ন জয়ের স্টাম্প গুলো নিলামে তুলবো।”
উল্লেখ্য এর আগে মুশফিকুর রহিম তার ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামের তুলার ঘোষণা দেন। সাকিবও তার জার্সি,ব্যাট নিলামে তুলতে আগ্রহী। এবার করোনায় দরিদ্রদের পাশে থাকতে মোহাম্মদ আশরাফুলও তার সংগৃহীত স্মারক তুলতে চান নিলামে।
বাংলাদেশ সময় ১.২৫ এ এম।
নিউজ ক্রিকেট / আরআর