নিজের সিদ্ধান্তে অটল অ্যালিস্টার কুক

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

সম্প্রতি কাউন্টি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়ে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যালিস্টার কুক। জাতীয় দল থেকে অনেক দিন আগেই অবসর নেয়া কুকের এমন ঝাঁঝালো ব্যাটিং দেখে কাউন্টির আরেক দলের এসেক্সের অধিনায়ক রায়ন টেন ডেসকাট আশা প্রকাশ করেন জাতীয় দলের জার্সি গায়ে আবারও টেস্ট ক্রিকেট মাতাবেন কুক।

ক্রিকেট পাড়ায় যখন কুকের অবসর ভেঙে মাঠে ফেরার গুঞ্জন তখন সেই গুঞ্জন সম্পর্খে খোলাসা করে জানালেন কুক নিজেই। তিনি বলেন, ‘আমি বেশ কয়েক জায়গায় এই প্রশ্নটির সম্মুখীন হয়েছি। প্রকৃত অর্থে শেষ না হওয়া পর্যন্ত আপনি কখনোই কিছুকে শেষ বলতে পারবেন না। কিন্তু আমি ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছি। এই সিদ্ধান্তে আমি অটল আছি।’

এদিকে মাঠের সময়গুলোকে যে তিনি মিস করছেন সেতিও ওঠে এল তাঁর কথায়। ‘একদিক থেকে ভাবলে, অবশ্যই এটা কষ্টের যে আর ইংল্যান্ডের হয়ে মাঠে নামবো না। তবে আমারো একটা নির্দিষ্ট সময় ছিল। যেটা আমি অনেক উপভোগ করেছি। কিন্তু দিনশেষে আমি আর সেই খেলোয়াড় নয়। সবকিছুই বদলে যায়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »