মারুফ ইসলাম ইফতি »
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক মসজিদে গতবছর ১৯ই মার্চ একনিমিশে ৫১ জন মানুষকে গুলি করে হত্যা করেছিলেন তিনি।তার এই নির্মম হত্যাকান্ড থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।বলছি ২৮ বছর বয়সী ওই খুনী ব্রেন্টন ট্যারেন্টের কথা।
দিনটি ছিল জুম্মার দিন।জুম্মার নামাজ আদায় করতে নিউজিল্যান্ডের ওই মসজিদটিতে জমায়েত হয়েছিল মুসল্লিরা। আর তখনি বন্দুক নিয়ে মসজিদে প্রবেশ করে একনিমিশে মসজিদটিকে রণক্ষেত্রে রুপান্তরিত করেছিল এই খুনী।সেদিন অল্পের জন্য বেঁচে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার।নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের পথে ছিল ক্রিকেটাররা।গোলাগুলির শব্দ শুনে কোনরকম প্রাণ নিয়ে হোটেলে ফিরেছিল ক্রিকেটাররা।
হামলাকারী সেই কুখ্যাত খুনী ট্যারেন্টকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।নিজের বয়ানে হামলার কথা স্বিকারও করেছেন তিনি।নিউজিল্যান্ডের আদালতে বিচারকার্য চললেও নিজের পক্ষে কোন আইনজীবী পায়নি ট্যারেন্ট।মুলত কুখ্যাত এই খুনীর পক্ষে মামলা লড়তে আগ্রহ দেখাচ্ছে না কোন আইনজীবী।আর তাই এবার নিজের মামলা নিজেই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্যারেন্ট।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।
উল্লেখ্য, আগামী ২৪ই আগস্ট টেরেন্টের বিরুদ্ধে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।