নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। যদিও ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন কোহলি। তবে বিসিসিআইয়ের সিদ্ধান্তে হঠাৎ রোহিত শর্মার নাম ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই গুঞ্জন উঠে কোহলিকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বোর্ডের তরফ থেকে বরাবরই দাবি করা হয়েছে, কোহলি নিজের ইচ্ছাতেই দায়িত্ব থেকে ছেড়েছেন।
এতোদিন পর এসে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল আবারো একই দাবি করেছেন। প্রবীণ ক্রীড়া সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে অরুণ এসব কথা জানান।
তিনি বলেন,”অধিনায়কত্ব ছেড়ে দেয়ার বিষয়টিকে কোহলির কল ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, ‘আমি অধিনায়কত্ব করতে চাই না’। এবং এটি সম্পূর্ণরূপে তার সিদ্ধান্ত ছিল। এবং আমরা এটিকে সম্মান করেছি। দেখুন সে ভারতীয় ক্রিকেটে এত বেশি অবদান রেখেছেন যে ক্রিকেট বোর্ডের সবাই ওকে সম্মান করে। আমরা ভিরাটকে মাঠের অ্যাকশনে দেখতে চাই।”
ভিরাট কোহলির বর্তমান অফ-ফর্ম নিয়েও কথা বলেন তিনি। অরুণ বিশ্বাস করেন খুব শীঘ্রই ফর্মে ফিরবেন সাবেক এই অধিনায়ক।
এ প্রসঙ্গে তিনি বলেন,”সে কোনো সাধারণ খেলোয়াড় না। সে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং ভারতীয় ক্রিকেটে তার অবদান অতুলনীয়। এটি অসামান্য। আমরা চাই যে সে শীঘ্রই ফর্মে ফিরে আসবে, এবং যতদূর দল নির্বাচনের বিষয়, আমরা এটি নির্বাচকদের উপর ছেড়ে দিয়েছি।”