নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার দাবি করলেন গেইল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেটে বহুল পরিচিত মুখ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল। বিশ্ব ক্রিকেটে তিনি ঝড়ো ব্যাটার হিসেবেই পরিচিত। মাঝেমধ্যে বোলিংটাও করে থাকেন এই ক্রিকেটার। অফস্পিনে হাত ঘুরিয়ে উইকেটও পেয়েছেন তিনি। তবে এবার ব্যাটার পরিচয় একপাশে রেখে নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার দাবি করেছেন গেইল।

মজা করতে গেইলের জুড়ি মেলা ভার। যে কোনো অবস্থায়ও মজা করতে ভালোবাসেন তিনি। তার দাবিটাও মজারই একটি অংশ। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তার ঝুলিতে আছে ২৬০টি উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টিতেও দখল করেছেন ৮৩টি উইকেট।

মজা করার একপর্যায়ে সর্বকালের সেরা অফ স্পিনার হিসেবে বিবেচিত হওয়া শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনও তার সঙ্গে প্রতিযোগিতায় নেই বলে দাবি করেছেন গেইল! একইসঙ্গে ক্যারিবিয়ান সতীর্থ সুনীল নারিনকেও নিজের অনেক পেছনে রেখেছেন তিনি।

‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল বলেন, “আপনি জানেন আমার বোলিং খুবই সহজাত। অবশ্যই আমাকে বোলিং করতে হবে। আমি সর্বকালের সেরা অফ স্পিনার। মুরালিও (মুত্তিয়া মুরালিধরন) আমার সঙ্গে লড়াইয়ে নেই। আমার ইকোনমি রেট সেরা, সুনীল নারিনও ধারেকাছেও আসতে পারবে না।”

বয়সের সাথে গেইলের ব্যাটের ধারও দিন দিন কমে যাচ্ছে। ইদানিং তাকে তেমন একটা মাঠে দেখা যাচ্ছে না। তবে শীঘ্রই মাঠে ফিরবেন এই ক্রিকেটার। ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ খেলবেন তিনি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হতে যাওয়া ৬০ বলের এই আসরে খেলবেন তিনি।

এই আসরে খেলার জন্য মুখিয়ে আছেন গেইল। তিনি আরও বলেন, “আমি মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি, আমি এটা মিস করি। আমি যেন আবারও বাচ্চা হয়ে গেছি, প্রথম ম্যাচ খেলতে বা অভিষেকের জন্য মুখিয়ে আছি। আমাকে আবারও প্রস্তুত হতে হবে। সেখানে গিয়ে খেলার মতো মানসিকতা অর্জন করতে হবে।”

বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা গেইল ৩৬.২২ গড়ে ১৪ হাজারের বেশি রান করেছেন। এর মধ্যে সেঞ্চুরি আছে ২২টি, স্ট্রাইকরেট ১৪৪.৭৫। সেরা অফ স্পিনার না হলেও টি-টোয়েন্টির সেরা ওপেনারের জায়গাটা তারই দখলে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »