নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের সাথে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ। ২০১৬ সালের ২০ অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে রাজসিক অভিষেক হয়েছিল এই বিস্ময় বালকের। অভিষেক ম্যাচেই আবির্ভূত হয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে বীর বালক হিসেবে। আর ঢাকা টেস্টে ১২ উইকেট নিয়ে ইংল্যান্ডকে হারানোর মূল ভূমিকায়ও ছিলেন উদীয়মান এই অলরাউন্ডার।
শুধু ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নয় ঐ সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরস্কারটাও ছিলো তাঁর দখলে। খুলনা শহরে বেড়ে ওঠা প্রাণচাঞ্চল্যে পরিপূর্ণ এই ক্রিকেটার সম্প্রতি নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরকে শুভেচ্ছা জানিয়েছেন। মেহেদী হাসান মিরাজ তাঁর ভিডিও বার্তায় বলেন,
“নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরকে অনেক অনেক শুভেচ্ছা এবং লাইভ ক্রিকেট খেলা (স্কোর) দেখুন নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরে। আমরা সবসময় প্রতিটি খেলার আপডেট পেতে পারি নিউজ ক্রিকেট২৪ থেকে এবং আমাদের যত ক্রিকেট খেলা হয় আপনারা প্রতিনিয়ত তার লাইভ (স্কোর) দেখতে পারবেন নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরে। আমরা সবসময় খেলা দেখি, আপনারাও সবাই সাথে থাকুন এবং আপনারাও খেলা দেখুন।”
এছাড়া নিউজ ক্রিকেট২৪ এর সাথে একান্ত আলাপে তিনি বলেন, “সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে যে আপনারা ক্রিকেট নিয়ে এমন একটি উদ্যোগ নিয়েছেন। আমি সবসময় নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরের সাথে আছি। আপনারা ক্রিকেট নিয়ে ভালো ভালো নিউজ করবেন। বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দেশকে আরও ভালো খেলা উপহার দিতে পারি।”