নিউজ ক্রিকেট২৪ কে মেহরাব হোসেন অপি’র শুভকামনা (ভিডিও)

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি

মেহরাব হোসেন। যিনি অনেকের কাছে অপি ডাকনামেই পরিচিত। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এরমধ্যে ক্রিকেট বিশ্বকাপের পূর্বে ১৯৯৯ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় জিম্বাবুয়ের বিপক্ষে মনোমুগ্ধকর ১০১ রান তোলেন।

এরফলে বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। উল্লেখ্য যে, নয় বছর পূর্বে তার চাচা আজহার হোসেন বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম অর্ধ-শতরান করেছিলেন।

বাংলাদেশ ক্রিকেটের উত্থান সময়ের এই ক্রিকেটার সম্প্রতি নিউজ ক্রিকেট২৪ কে শুভকামনা জানিয়ে বলেন,
“আমি মেহরাব হোসেন অপি। নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরের প্রতি শুভকামনা রইলো এবং আপনারা সবাই নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরের সাথে থাকবেন এবং আমাকে নিউজ ক্রিকেট২৪ এর সাথে পাবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »