নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মোহাম্মদ আশরাফুল
বাংলাদেশ ক্রিকেটের আশার ফুল নামে খ্যাত মোহাম্মাদ আশরাফুল নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্বের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। নিজের ১৭তম জন্মদিনের একদিন পূর্বে ২০০১ সালের ৮ সেপ্টেম্বরে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে তাঁর অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৪ রান করে এই কৃতিত্ব অর্জন করেন।
এক সময়ের সফল এই অধিনায়ক নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরকে শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোর ডট কমকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করবো তাঁরা প্রচুর ক্রিকেট বা অন্যান্য স্পোর্টসের কাভারেজটা বেশি বেশি দিবে যেহেতু এখন আমাদের ক্রিকেট এক নাম্বার স্পোর্টস। সেই কারণে ক্রিকেটের কথাই আমি বলছি কিন্তু তাঁর সাথে সাথে অন্য স্পোর্টসেরও যদি কাভারেজটা দেয় তাহলে আমার মনে হয় যে, যারা খেলোয়াড় তঁদের জন্য ভালো হবে।”