নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন
শারীরিক প্রতিবন্ধকতা থাকা স্বত্ত্বেও অদম্য ইচ্ছা-শক্তির বলেই যে ক্রিকেট খেলা যায় তার জ্বলন্ত দৃষ্টান্ত বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন। লাল সবুজের পতাকা হাতে তাঁরাও দেশে-বিদেশে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের । চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব মঞ্চে উজ্জ্বল করেন এ দেশের মানচিত্র।
সম্প্রতি নিউজ ক্রিকেট ২৪ কে শুভকামনা জানিয়েছেন বাংলার এই অদম্য টাইগার।
নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরকে শুভকামনা জানিয়ে তিনি বলেন,
“ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের ক্যাপ্টেন। আমি নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরকে শুভকামনা জানাচ্ছি এবং নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরের পাশে আছি এবং থাকবো। আপনারা সকলে নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোরের পাশে থাকুন।”
মন্তব্যসমূহ »
আমরা নিউজ ক্রিকেট২৪ এর সাথেই আছিঃ Mohidul Islam Wheelchair Cricketer