নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ
খন্দকার মোহাম্মদ রাজিন সালেহ আলম, তিনি ক্রিকেটার রাজিন সালেহ নামেই পরিচিত। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি অফ স্পিন বোলার।
টেস্ট খেলায় তাঁর অভিষেক হয় ২০০৩ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে। আর একদিনের খেলায় অভিষেক হয় একই বছর মুলতানে একই প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে তরুণদের সাথে পাল্লা দিয়ে পারফর্ম করছেন নিয়মিত।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোর ডট কমকে শুভকামনা জানিয়ে বলেন,
“ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্, আমি ক্রিকেটার রাজিন সালেহ, বাংলাদেশ ক্রিকেট দল। আমি নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোর ডট কমকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নিউজ ক্রিকেট টোয়েন্টি ফোর ডট কমের সাথে আছি, আপনারাও সাথে থাকুন।”