fbpx

নিউজিল্যান্ডের ভূখণ্ডে ভূমিকম্পের আঘাত! নিরাপদে আছে টিম বাংলাদেশ-

মারুফ ইসলাম ইফতি »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

কোয়ারেন্টিন বাধ্যকতা শেষ করে আজ প্রথমবারের মতো স্বস্তির অনুশীলনে ফিরেছিল বাংলাদেশ। তৃতীয় দফায় সবাই করোনা নেগেটিভ হওয়ায় কিউয়ী বধের প্রস্তুতিটা আটঘাট বেধে নামার পরিকল্পনা নিয়েই ছক সাজাচ্ছিল বাংলাদেশ। হাঠাত যেন স্বস্তির মাঝে অস্বস্তির বার্তা নিয়ে এলো নিউজিল্যান্ডের আবহাওয়া। আজ নিউজিল্যান্ডের ভূখণ্ডে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প! রিকটার স্কেলের হিসেবে যেটির মাত্রা ছিল প্রায় ৭.৩।

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে এই মুহুর্তে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাই নিউজিল্যান্ড থেকে এমন খবর মোটেও সুখকর নয় বাংলাদেশী সমর্থকদের জন্য। তবে স্বস্তির খবর এই যে, বাংলাদেশ জাতীয় দলের সকল ক্রিকেটার নিরাপদে রয়েছেন এবং এই ভূমিকম্পের আঘাত টাইগারদের অবস্থান স্থল ক্রাইস্টচার্চে কোন ধরনের ক্ষতি সাধন করতে পারেনি।

মুলত ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে টাইগারদের হোটেলের দুরত্ব ছিল প্রায় ৭৭৩ কিলোমিটার, যার কারণে ভূমিকম্পের কোন প্রভাব পড়েনি টাইগার শিবিরে। ৭.৩ মাত্রার ভূমিকম্প রিকটার স্কেলের হিসেব অনুযায়ী যথেষ্ট বিপদজনক ছিল, যার কারণে ইতিমধ্যে দেশটির আবহাওয়া অধিদপ্তর সুনামী সতর্কতা জারী করেছে। ভূমিকম্পের প্রভাবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে নিউজিল্যান্ড সরকার।

 

 

 

 

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »