নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক »

বিশ্বকাপে নিজেদের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস। এ ম্যাচেও নিউজিল্যান্ড একাদশে নেই তাদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। কিউই একাদশে একটি পরিবর্তন এসেছে। জেমস নিশামের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন পেসার লুকি ফার্গুসন।

অন্যদিকে ইনজুরি সমস্যা আছে ডাচ শিবিরেও। আগের ম্যাচে খেলা ব্যান ভিক ইনজুরির কারণে আজ খেলছেন না। তার জায়গায় খেলছেন রায়ান ক্লেইন।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড। ইংল্যান্ডের দেয়া ২৮৭ রানের লক্ষ্যমাত্রা সহজেই টপকে যায় কিউইরা। ওপেনার ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্র করেছিলেন সেঞ্চুরি। আর নেদারল্যান্ডস নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানের বড় ব্যবধানে হেরেছিলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »