নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরলো ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে ইংল্যান্ড। কিউইদের ৭৯ রানে হারিয়েছে ইংলিশরা। রোজ বোলে বৃষ্টিতে ম্যঅচ দেরিতে শুরু হওয়ায় ৫০ ওভারে ম্যাচ ৩৪ ওভারে নামিয়ে আনা হয়।

টস হেরে ব্যাট করতে নেমে  দলীয় ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর বাটলার, মঈন আলী, লিভিংস্টোনের  আর স্যাম কারানের ব্যাটিংয়ে ভার করে নির্ধারতি ৩৪ ওভারে ৭ উইকেটে ২২৬ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। লিভিংস্টোন ৭৮ বলে ৯৫ রানের অপরাজিত থাকেন। বাটলার ৩০, মঈন ৩৩, কারান ৪২ রান করেন। কিউই বোলা ট্রেন্ট বোল্ট ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি কিউই ব্যাটাররা। ২৬ দশমিক ৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ড্যারেল মিচেল সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া উইল ইয়ংয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। ইংলিশ বোলার ডেভিড উইলি ও রিসি টপলে ৩টি করে উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »