নিউজ ডেস্ক »
২০১১ সালে বাংলাদেশ জিম্বাবুয়ে সফর করে। সে সফরে অভিষেক হয়েছিলো বাংলাদেশের ফিনিশার খ্যাত নাসির হোসেনের। তার ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের বোলার কীগান মেথের ৩টি দাঁত ভেঙে দেয় নাসির হোসেন।
সম্প্রতি এক ক্রিকেট ভিত্তিক অনলাইন পোর্টালের সাথে লাইভে এসে এই ব্যাপারে কথা বলেন নাসির হোসেন। নাসির মেথের করা ফুল টস বোলটি জোড়ে স্ট্রেইটে শর্ট খেলেন। সে বলটি গিয়ে লাগে মেথের মুখে। নাসির জানায় লাগার পরে সাথে সাথে মেথ তার ৩টি দাঁত হারায়। নাসির বলেন, ‘বলটি ওভারের শেষ বল ছিলো। লো ফুল টস থাকায় আমি বলটি স্ট্রেইটে খেলি। যার ফলে বলটি জড়ে গিয়ে লাগে মেথের দাঁতে। মেথ ওইখানেই ৩টি দাঁত হারায়।’
মেথের দাঁত পড়ে যাওয়ার পরে নাসির তার ব্যাটিং পার্টনার মাহমুদুল্লাহ রিয়াদকে রান নিতে বললে রিয়াদ সে রানটি খেলোয়াড় সূলভ আচরণ করে না নেয়ার কথা বলেন। নাসির আরো বলেন, ‘তখন আমি প্রথম রান নিয়েছি৷ রিয়াদ ভাই ছিলো নন স্ট্রাইকে। রিয়াদ ভাইকে আমি বলেছিলাম ভাই দৌড়ান দৌড়ান। রিয়াদ ভাই রান না নিয়ে আমাকে বলে মানুষ মারা যাচ্ছে। এর ফলে আমি আর রান নেয়নি।’
নাসির আরো জানান ম্যাচ শেষে তিনি জিম্বাবুয়ের ড্রেসিংরুমে গিয়ে মেথের খবর নিয়েছিলেন। নাসির ফিল্ডিংয়ের সময়ও মেথের খবর নিয়েছিলেন।
বাংলাদেশ সময়ঃ ১২:২০ পিএম
নিউজক্রিকেট/আরআর