নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়-

সাকিব শাওন »

অস্ট্রেলিয়ার ক্যানেবেরায় টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত গ্রহণ করে ইংল্যান্ড নারী দল।

শুরুটা মোটেও ভালো হয়নি ইংলিশদের ব্যাক্তিগত ২ রান করে ফিরে যান ইংলিশ ওপেনার জোনস। দলীয় ৪৭ রানে আরেক ওপেনার ওয়াট বিদায় নেন।

এরপর স্কিবার এবং নাইট দলকে ভালো সংগ্রহ এনে দিতে থাকেন ব্যাক্তিগত ৩৬ করে আউট হন স্কিবার এবং ইংলিশ অধিনায়ক নাইট করেন ৬২ রান। শেষ দিকে দ্রতু উইকেট হারালে রানের চাকা থেমে যায় যার জন্য নির্ধারিত ২০ ওভার শেষে ইংল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেটে ১৫৮ রান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আইমান আনার এবং ২ উইকেট নেন নিধা ডার।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ভাবে উইকেট হারাতে থাকে পাকিস্তান নারী দল। ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল।

আলিয়া রিয়াজের সর্বোচ্চ ৪১ রানের ওপর ভর করে কেবলই তাঁদের হারের ব্যবধান কমিয়েছে পাকিস্তান দল।

শেষ পর্যন্ত ১১৬ রানে অল-আউট হয় পাকিস্তান নারী দল।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ সুরবসুলে এবং গ্লেন নেন ৩ টি করে উইকেট এছাড়া ২ টি করে উইকেট নিয়েছেন ব্রান্ট এবং ইক্লেসটোন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »